
প্রকাশিত: ৩১ আগষ্ট, ২০২৫, ০৬:০৩ পিএম
অনলাইন সংস্করণ
আনোয়ার হোসেন.নিজস্ব প্রতিনিধঃ
সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারত থেকে পাঁচটি চালানে ১২৬০ মেট্রিক টন চাল আমদানি করা হয়েছে। গতকল শনিবার (৩০শে আগস্ট) রাত ৮টার পরে ৬টি ট্রাকে ২১০ মেট্রিক টন চাল বেনাপোল বন্দরে প্রবেশ করেছে।
বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন রবিবার (৩১ আগস্ট) সকাল ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন , গত বৃহস্পতিবার (২১ আগস্ট) ৯টি ট্রাকে ৩১৫ মেট্রিক টন, রবিবার (২৪ আগস্ট) ৬টি ট্রাকে ২১০ মেট্রিক টন, বুধবার (২৭ আগস্ট) দুটি চালানে ১২ ট্রাকে ৪২০ মেট্রিক টন, বৃহস্পতিবার (২৮ আগস্ট) ৩ ট্রাকে ১০৫ মেট্রিক টন, গতকাল শনিবার (৩০শে আগস্ট) রাত ৮টার পরে ৬ ট্রাকে ২১০ মেট্রিক টন চাল আমদানি হয়েছে। এই নিয়ে ৫ চালানে মোট আমদানি হয়েছে ১২৬০ মেট্রিক টন চাল।
আমদানিকারক বলেন, ‘দেশের বাজার স্থিতিশীল রাখতে সরকার ভারত থেকে বড় আকারের চাল আমদানি শুরু করেছে। এর ফলে অভ্যন্তরীণ বাজারে চালের দাম কমে আসছে আশা করা হচ্ছে আরো দাম কমবে।
গনি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আব্দুস সামাদ জানান, বিভিন্ন চালান বেনাপোল বন্দর দিয়ে প্রবেশ করছে এবং চাল ছাড়করণের কাজ করছে ভূঁইয়া এন্টারপ্রাইজ ও কাবেরী এন্টারপ্রাইজ নামের দুইটি সি এন্ডএফ এজেন্ট।
সিএন্ডএফ এজেন্টের প্রতিনিধি জানান, আমদানিকৃত চালের ছাড় করণের জন্য কাস্টমস হাউস এ প্রয়োজনীয় ডকুমেন্টস জমা দেওয়া হয়েছে। বন্দর অভ্যন্তরে থাকা সব চাল আজ রবিবার কাস্টমস ক্লিয়ারেন্সের মাধ্যমে খালাস প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানান।
বেনাপোল সি এন্ডএফ এজেন্ট স্টাফঃ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, ‘চার মাস বন্ধ থাকার পর এবার বেনাপোল বন্দরদিয়ে চাল আমদানি পুনরায় শুরু হওয়ায় বন্দরটি আবার কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।’
বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, ‘আমদানিকৃত চাল দ্রুত ছাড়করণের জন্য কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে জানান।
মন্তব্য করুন