
প্রকাশিত: ১ সেপ্টেম্বার, ২০২৫, ১২:০০ পিএম
অনলাইন সংস্করণ
ইখতিয়ার উদ্দীন আজাদ, নওগাঁ প্রতিনিধি:
আগামীর রাষ্ট্র নায়ক দেশনেতা তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন এবং ঐক্যবদ্ধ আধুনিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে নওগাঁর পত্নীতলায় বিএনপির কর্মীসমাবেশ, মতবিনিময় সভা ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রেমর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) বিকেল ৫টায় ঘোষনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে গগনপুর ফুটবল মাঠে উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব খাজা নাজিবুল্লাহ্ চৌধুরী।
এসময় তাঁর বক্তব্যে বলেন, 'বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ফিনিক্স পাখির মতো। পথহারা বাংলাদেশকে রক্ষা করে। যতোবারই এ দেশ বিপদে পড়ে, ততোবারই বিএনপি এগিয়ে এসেছে। মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক। তাঁরই উত্তরসূরী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া এদেশের মানুষকে আলো দেখিয়েছে। আগামীর বাংলাদেশ খালেদা জিয়ার বাংলাদেশ। আগামীর বাংলাদেশ, তারেক রহমানের বাংলাদেশ।
ঘোষনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রফিকুল আল আমিনের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন- নজিপুর পৌরসভার সাবেক মেয়র বিএনপি নেতা আনোয়ার হোসেন, ধামইরহাট উপজেলা বিএনপির নেতা দেওয়ান ফেরদৌস হাসান ও আমজাদ হোসেন, নজিপুর পৌর বিএনপি নেতা এম.আর মোস্তফা, আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদের নওগাঁ জেলা শাখার সভাপতি ও বিএনপি নেতা আবু তাহের চৌধুরী (ভিপি মন্টু), আমাইড় ইউনিয়ন বিএনপির নেতা আব্দুর সবুর খান, দিবর ইউনিয়ন বিএনপির নেতা মিজানুর রহমান, পাটিচরা ইউনিয়ন বিএনপির নেতা আব্দুস সামাদ, উপজেলা মহিলা দলের নেত্রী মৌসুমী আখতার, ছাত্রদল নেতা রাকিবুল হাসান প্রমুখ।
এসময় পত্নীতলা ও ধামইরহাট উপজেলার নাজিবুল্লাহ্ চৌধুরীর সমর্থক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন