
প্রকাশিত: ১ সেপ্টেম্বার, ২০২৫, ০৬:৪৮ পিএম
অনলাইন সংস্করণ
মিঠাপুকুর ( রংপুর) প্রতিনিধিঃ
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে মিঠাপুকুর উপজেলায় গতকাল সোমবার আনসার-ভিডিপি সদস্য/সদস্যা বাছাই কার্যক্রম উপজেলা আনসার ও ভিডিপি' র কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়।
এসময় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুর জেলার সার্কেল এডজুড্যান্ড সাইদুল ইসলাম , উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা বিজন দত্ত, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক আবু বক্কর সিদ্দিক ও সহকারী আনসার কমান্ডাররা উপস্থিত ছিলেন। মিঠাপুকুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা বিজন দত্ত জানান, উপজেলার পূজা মন্ডপের জন্য প্রাথমিকভাবে আনসার ও ভিডিপি`র সদস্য বাছাই করা হচ্ছে । প্রয়োজনীয় ব্রিফিং, ট্রেনিং ও প্রস্তুতি শেষে উপজেলার পূজা মন্ডপের নিরাপত্তা নিশ্চিতে তাদের মোতায়েন করা হবে।
মন্তব্য করুন