
প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৪:৫৫ পিএম
অনলাইন সংস্করণ
ভ্রাম্যমান প্রতিনিধি ( রংপুর):
আজ বিকেলে লালমনিরহাটের হাতিবান্ধা হাইওয়ে থানায়,
হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের সুযোগ্য পুলিশ সুপার তারিকুল ইসলামের সাথে হাতিবান্ধা হাইওয়ে থানা এলাকার স্থানীয় জনসাধারণের মাদকবিরোধী এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গত কয়েকদিনে হাতীবান্ধা হাইওয়ে থানা পুলিশ কর্তৃক ২শত বোতল ফেনসিডিল ২০ কেজি গাঁজা ও একটি ট্রাক, একটি পিকআপ সহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে হাতিবান্ধা হাইওয়ে থানা পুলিশ। হাইওয়ে পুলিশ সুপার তারিকুল ইসলাম হাতীবান্ধা হাইওয়ে থানায় পৌঁছলে স্থানীয় জনসাধারণ হাইওয়ে পুলিশকে ধন্যবাদ জানান এবং মাদক বিরোধী তৎপরতা আরো জোরদার করার অনুরোধ করেন। পুলিশ সুপার মহোদয় মাদকবিরোধী কার্যক্রম জোরদার করতে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন এবং মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করা হবে বলে জানান। এসময় হাতিবান্ধা হাইওয়ে থানার দায়িত্বরত ইনচার্জ এস আই মশিউর রহমান , সার্জেন্ট পলাশ চন্দ্র পাল সহ সকল পুলিশ সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিগর্গ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন