প্রকাশিত: ২১ ঘন্টা আগে, ০৭:৫২ পিএম

অনলাইন সংস্করণ

শিবগঞ্জে জমি সংক্রান্ত জেরে কয়েক দফা হামলা একাধিক মামলা

 

 

আলামিন আলি চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত ঘটনায় দুই পক্ষের মধ্যে তিন দফা মারামারি ও লুটপাট এর ঘটনা ঘটেছে এই ঘটনায় থানায় পাল্টাপাল্টি এজাহার দায়ের হয়েছে । শিবগঞ্জ থানায় উভয় পক্ষের এজাহার সূত্রে জানা গেছে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বাগিচা পাড়া গ্রামে আনারুল ইসলাম এর সাথে প্রতিবেশী মজনুর রহমানের দীর্ঘদিনের বিরোধ চলছিল এই ঘটনায় গত ২৬ জুলাই হুদমা বাজার মাদ্রাসা মাঠে আপস মীমাংসার জন্য একটি সালিশ বসে। সালিস চলাকালে এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও মারামারির ঘটনা ঘটে এই ঘটনায় মজনুর রহমান এর লোকজন আনারুলের লোক জনের উপর হামলা চালায় এতে আনারুলের ও ছেলে আব্দুস সালাম,রুহুল ও আব্দুল কালাম গুরুতর আহত হয় । এই ঘটনাকে কেন্দ্র করে গত ২৭ জুলাই আব্দুস সালাম বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি এজাহার দাখিল শেষে বাড়ি ফেরার পথে কানসাট সোলেমান ডিগ্রী কলেজের সামনে আসা মাত্র রুবেল আলি ,নাহিদ,রিপন আলিসহ অজ্ঞাতনামা আরও ৭/৮ জন আব্দুস সালামকে ধারালো অস্ত্র দিয়ে পিটিয়ে হাত ভেঙে দেয় ও গুরুতর আহত করে এ সময় তার সাথে থাকা ৫৫ হাজার টাকা, পূর্বের এজাহারের কপি ও হাসপাতালের কাগজপত্র ও ছিনিয়ে নেই। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সরেজমিনে গিয়ে আনারুল ও তার আহত তিন ছেলে জানান আমরা তাদের হাতে দুই বার মার খেয়ে থানায় এজাহার দিলেও পুলিশ কোন পদক্ষেপ গ্রহণ করেননি অন্যদিকে আমাদের প্রতিপক্ষরা সার্বক্ষণিক বিভিন্নভাবে হুমকি দেয়ায় আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি তবে তাদের প্রতিপক্ষ এ অভিযোগ অস্বীকার করে বলেন আনারুল সহ তার ছেলেরা বৃহস্পতিবার সকাল আটটার দিকে আমরা বাড়িতে না থাকার সুযোগে তিনটি বাড়িতে হামলা,ভাংচুর ও লুটপাট চালিয়েছে ও ঘরে থাকা নগদ এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা, এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা মূল্যের স্বর্ণের চেইন নিয়ে যায় এবংদুই লক্ষ টাকা মূল্যের আসবাবপত্র ভাঙচুর করে উল্লেখ্য যে হামলায় বাধা দিতে গেলে তারা মাহিদুল এর স্ত্রী ফেরদৌসী বেগমকে কুপিয়ে আহত করে।

এ ঘটনায় শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া জানান উভয় পক্ষের তিনটি এজাহার পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন