প্রকাশিত: ১ আগষ্ট, ২০২৫, ০৪:৫০ পিএম

অনলাইন সংস্করণ

ছাত্রদল কর্মী হত্যার প্রধান আসামি ‘ভাইজান’ গ্রেফতার, আদালতে প্রেরণ



মো:একরামুল হক, হাটহাজারী, চট্টগ্রাম সংবাদদাতা:

চট্টগ্রামের হাটহাজারীতে ছাত্রদল কর্মী হত্যা মামলার প্রধান আসামি ও ‘ভাইজান বাহিনী’র প্রধান মহিউদ্দিন শিবলু বাচা ওরফে ভাইজান (৪৫) কে গ্রেফতার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।

থানা ও র‍্যাব সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বহদ্দারহাট এলাকা থেকে মহিউদ্দিন শিবলুকে আটক করে র‍্যাব সদস্যরা। পরে তাকে হাটহাজারী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গ্রেফতারকৃত মহিউদ্দিন উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মদন তালুকদার বাড়ির ফরিদ আহমদের ছেলে।

মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মোবারক আলম জানান, গ্রেফতারের পর বৃহস্পতিবার সকালে তাকে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন