প্রকাশিত: ৬ ঘন্টা আগে, ১১:৪৫ এ এম

অনলাইন সংস্করণ

যশোরের বাগআঁচড়ায় ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ বৃদ্ধ ধর্ষক আটক

 

 আনোয়ার হোসেন, যশোর প্রতিনিধি:

যশোরের শার্শার বাগআঁচড়ায় টাকার প্রোলোভন দেখিয়ে ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে সিরাজুল ইসলাম নামে এক বৃদ্ধকে আটক করেছে  পুলিশ।

গতকাল মঙ্গলবার (২০ মে) সন্ধ্যায় ঐ শিশুর মা বাদী হয়ে শার্শা থানায় মামলা দায়ের করেন। ধর্ষক সিরাজুল ইসলাম উপজেলার বাগআঁচড়া এলাকার উজ্জ্বল পাড়া গ্রামের মৃতঃ বসির উদ্দীনের পুত্র। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী। ধর্ষিতার মাতা গৃহপরিচারিকা ও বাবা পেশায় একজন ভ্যান চালক। তারা দুই জনই প্রতিদিন সকালে কাজের সন্ধানে বের হয়ে যায়। বাবা মা বাড়ীতে না থাকার এই সুযোগকে কাজে লাগিয়ে গত শুক্রবার বিকালে প্রতিবেশী ৬০ বছর বয়সী বৃদ্ধ তার নিজ কক্ষে নিয়ে মেয়েটিকে ১০ টাকার প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন বলে ধর্ষিতার মাতা এজাহারে অভিযোগ করেছেন।

উলেখ  লম্পট সিরাজুলের স্ত্রী গত এক সপ্তাহ যাবত আত্বীয়ের বাড়িতে অবস্থান করছিলো। এই সুযোগ প্রায় ৪ দিন তার মেয়েকে ওই লম্পট নিজের ঘরে ডেকে ১০ টাকার লোভ দেখিয়ে ধর্ষণ করেছে। গত গত শুক্রবার (১৬ মে) দুপুরে শিশুটিকে আবার ও নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে লম্পট সিরাজুল। এই সময় তার নিজের মেয়ে ৬ বছর বয়সী মেয়ে দেখে ফেলে। পরের দিন শনিবার ছোট মেয়ে তার মাকে জানিয়ে দেয় যে ঔয় আপার সাথে সিরাজুলের অসভ্যতার ঘটনা। পরে ভুক্তভোগী ওই শিশু মাকে সিরাজুল ১০ টাকা করে দিয়ে ৩/৪ দিন তাকে ধর্ষণ করেছে বলে জানায়।

বিষয়টি তিনি ও তার স্বামী স্থানীয় মোড়ল মাতব্বরদের জানিয়ে কোন উপায়ান্তর না পেয়ে গত মঙ্গলবার বিকেলে থানায় গিয়ে ওই লম্পট সিরাজুলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এ সময় তিনি তার মেয়েকে ধর্ষণকারী ধর্ষক সিরাজুলের দৃষ্টান্ত মুলক শাস্তি দাবী করেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কেএম রবিউল ইসলাম জানান, ঘটনা জানার সাথে সাথে তিনি ভুক্তভোগী পরিবারে পুলিশ পাঠিয়ে তাদের আইনি সহায়তা দেওয়ার আশ্বাস দেন এবং থানায় আসতে আহ্বান জানান। পরে তারা থানায় এসে ধর্ষণ সংক্রান্তে একটা লিখিত অভিযোগ দাখিল করে।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) কে.এম রবিউল ইসলাম জানান, এ ঘটনায় আসামী সিরাজুল ইসলামকে আটক করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। শিশুটির ডাক্তারী পরীক্ষার জন্য  যশোর ২৫০ শয্যা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন