প্রকাশিত: ৬ ঘন্টা আগে, ১১:৪২ এ এম

অনলাইন সংস্করণ

নওগাঁর পত্নীতলায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

 

ইখতিয়ার উদ্দীন আজাদ, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর পত্নীতলায় ২০২৪-২০২৫ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশান ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২১ মে) বেলা ১০টায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উক্ত অনুষ্ঠানে পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার আলীমুজ্জামান মিলনের সভাপতিত্বে এসময় স্বাগত বক্তব্য রাখেন- পত্নীতলা  উপজেলা কৃষি অফিসার সোহরাব হোসেন।

প্রধান অতিথির বক্তব্য রাখেন-নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) খলিলুর রহমান, প্রধান বক্তা পার্টনার প্রোগ্রাম রাজশাহী অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার আব্দুল লতিফ, বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ আশীষ কুমার দেবনাথ, উপজেলা মৎস্য অফিসার রুজিনা পারভীন, পত্নীতলা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু তালেব, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার পারভেজ মোশারফ, উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মশিউর রহমান, পত্নীতলা প্রেস ক্লাবের সভাপতি ইখতিয়ার উদ্দীন আজাদ, প্রেস ক্লাবের সহ-সভাপতি আলমগীর কবির, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম  প্রমুখ। 

উক্ত দিনব্যাপী অনুষ্ঠানে নজিপুর পৌরসভা ও ১১টি ইউনিয়নের এক'শ কৃষক অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন