
প্রকাশিত: ৫ ঘন্টা আগে, ০৭:৫৮ পিএম
অনলাইন সংস্করণ
মোঃএনামুল হক পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
স্বতন্ত্র বিচার বিভাগীয় সচিবালয়ের দাবিতে মানববন্ধন করেছেন পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির সদস্যরা। মঙ্গলবার দুপুরে জেলা আইনজীবী সমিতি চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আদম সুফি, অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, অ্যাডভোকেট মির্জা আমিরুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুল বারী, অ্যাডভোকেট আহসান হাবিব, অ্যাডভোকেট ইয়াসিনুল ইসলাম দুলাল প্রমুখ।
বক্তারা বলেন, স্বতন্ত্র বিচার বিভাগীয় সচিবালয় না থাকার ফলে বিচারকরা স্বাধীনভাবে বিচারকার্য পরিচালনা করতে পারছেন না, যা ন্যায়বিচার ব্যাহত করছে।
তাঁরা বলেন, ২০০৭ সালে বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করা হলেও এখনো পর্যন্ত কোনো স্বতন্ত্র সচিবালয় গঠিত হয়নি। ফলে জুডিসিয়াল সেপারেশনের সুফল জনগণ পাচ্ছে না। নির্বাহী বিভাগের অধীনে থাকার কারণে বিচার বিভাগে হস্তক্ষেপের ঘটনা ঘটছে বলেও অভিযোগ করেন বক্তারা।
একজন বক্তা বলেন, “বিগত সরকারের আমলে একজন বিচারক একজন আসামিকে জামিন দিয়েছিলেন। পরে সচিবালয় থেকে ওই জামিন বাতিল করতে চাপ প্রয়োগ করা হয়েছিল। এ ধরনের ঘটনায় বিচারকদের স্বাধীনতা ক্ষুণ্ন হয়।”
আইনজীবীরা আরও জানান, অনেক বিচারকই স্বীকার করেছেন—সচিবালয়ের চাপের কারণে তাঁরা অনেক সময় স্বাধীনভাবে রায় দিতে পারছেন না। তাই তারা অবিলম্বে একটি স্বতন্ত্র বিচার বিভাগীয় সচিবালয় গঠনের দাবি জানান।
মন্তব্য করুন