প্রকাশিত: ৬ ঘন্টা আগে, ১০:১৬ পিএম

অনলাইন সংস্করণ

নরসিংদীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

 

 

মো.এমরুল ইসলাম,জেলা প্রতিনিধি,নরসিংদীঃ

মঙ্গলবার(১৫ জুলাই)নরসিংদী শহরের ভেলানগর জেলাখানা মোড় হতে নরসিংদী প্রেসক্লাব পর্যন্ত সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ও নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ভিপি নাসিরের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় 

এ সময়বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রকাশনা বিষয়ক সম্পাদক এম আর গণি মোস্তুফা, নরসিংদী জেলা সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি দেলোয়ার হোসেন, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ  সম্পাদক ফারুক মিয়া,জেলা সেচ্ছাসেবক দলের  সাংগঠনিক সম্পাদক আবুল ফজল, নরসিংদী সদর থানা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আদর,মনোহরদী উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শাফি উদ্দীন আকন্দ করুন-সহ উপজেলা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আগত নেতৃবৃন্দ বিএনপির চেয়ারপার্সন,সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে স্লোগান দিতে থাকেন। এ ছাড়াও তারা  জামাত শিবির রাজাকার"এই মূহুর্তে বাংলা ছাড়" এক বোতল দুই ছিপি "জামাত আর এনসিপি স্লোগানে স্লোগানে পুরো শহর মূখরিত করে তুলেন।

 বিক্ষোভ মিছিল শেষে পথসভায় বক্তারা তাদের বক্তব্যে হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন,খোকন ভাইয়ের নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি তাই কেউ যদি আমাদেন নেতা তারেক রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য দেয় তাহলে নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দল ঐক্যবদ্ধভাবে তাকে সাথে সাথে প্রতিহত করা হবে,এ ব্যাপারে কাউকে বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না।

মন্তব্য করুন