
প্রকাশিত: ৬ ঘন্টা আগে, ০২:২৪ পিএম
অনলাইন সংস্করণ
নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর ডিমলায় খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয়(ওএমএস)ডিলার নির্বাচনের জন্য উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে।বুধবার(১৬ জুলাই) বিকেলে উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামানের সভাপতিত্বে এ সময় কৃষি কর্মকর্তা মীর হাসান বান্না,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বীরেন্দ্রনাথ রায়,সমাজসেবা কর্মকর্তা(অ:দা:)ওয়াসিম ইসলাম,খাদ্য নিয়ন্ত্রক শাহীন রানা,খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসিএলএসডি)নবাব,সদর ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান আবু তালেব,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের কার্য-সহকারী মশিউর রহমান,আবেদনকারী,সাংবাদিক উপস্থিত ছিলেন।লটারিতে শুটিবাড়ী মোড়ের জন্য ১০ জন আবেদনকারীর মধ্যে মিজানুর রহমান সবুজ, বিজয় চত্ত্বরের ৩ জন আবেদনকারীর মধ্যে তৈয়ব আলী,ইসলামিয়া কলেজ মোড়ে শুধুমাত্র ১ জন আবেদনকারী থাকায় সেই বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম নির্বাচিত হন।উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাহীন রানা বলেন, ৩ টি ডিলারির জন্য ১৭ জন্য আবেদন করেন।যার মধ্যে যাচাই-বাছাইয়ে ৩ জনের আবেদন বাতিল হয়।বৈধ আবেদনকারী ১৪ জনের মধ্যে উন্মুক্ত লটারির মাধ্যমে ৩ জন নির্বাচিত হয়েছেন।
মন্তব্য করুন