
প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ১০:৫৬ এ এম
অনলাইন সংস্করণ
মো: মানিক মিয়া :
সিলেট জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় সুযোগ্য পুলিশ সুপার, মোহাম্মদ মাহবুবুর রহমান এর নেতৃত্বে জেলা পুলিশ, সিলেট নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান এর দিক নির্দেশনায় এবং কোম্পানীগন্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানা,সিলেট এর সহায়তায় অভিযান পরিচালনা করে।জেলা- কিশোরগঞ্জ জেলার
গ্রাম-কাশিমপুুর, থানা-ইটনা, এর মৃত কাসেম আলী, পুত্র শাহজাহান মিয়াকে চোরাইকৃত ০৬ টি চোরাইকৃত গরু সহ আটক করে কোম্পানি গঞ্জ থানাপুলিশ।
এ বিষয়ে জানতে চাইলে কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের মাহমুদ আল আদনান বলেন চোরাইকৃত গরু সহ চোরাকারবারি কে মামলা নং-১৬, ধারা-৩৭৯ পেনাল কোড সংক্রান্তে তদন্তে প্রাপ্ত আসামী করে, গ্রেফতারকৃত আসামী কে কোর্টে প্রেরণ করা হয়।
মন্তব্য করুন