
প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ০২:১৬ পিএম
অনলাইন সংস্করণ
কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
কোম্পানিগঞ্জ উপজেলার ধলাই সেতু বালু খেকোদের তাণ্ডবে ঝুঁকিতে পড়েছে- । এটি সিলেটের দ্বিতীয় দীর্ঘতম সেতু। সেতুর নিচ এবং পিলারের কাছ থেকে বালু উত্তোলনের মহোৎসব চলছে দিনে-রাতে। সম্প্রতি জেলা প্রশাসনের পক্ষ থেকে ধলাই সেতুর দক্ষিণ বালুমহাল ইজারা দেওয়া হয়েছে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এখনও ইজারাকৃত বালুমহাল এলাক সঠিক ভাবে চিহ্নিত করা হয়নি। অবাধে বালু উত্তোলনের ফলে ঝুঁকিতে পড়েছে সরকারি খেলার মাঠ, কবরস্থান ও ধলাই সেতু। সেতুর পিলারের কাছে গভীর গর্ত করার কারণে কিছুদিনের মধ্যেই অস্তিত্ব সংকটে পড়তে পারে সেতুটি। সংযোগ ব্যাহত হবে ধলাই নদীর দুই পারের মানুষের। বিশেষ করে চরম দুর্ভোগে পড়তে পারেন পূর্বপারের লক্ষাধিক বাসিন্দা। তাই ধলাই সেতু রক্ষার্থে সোচ্চার হয়েছেন স্থানীয় এলাকাবাসী।
আজ শনিবার (২৬ জুলাই) বিকাল ৪ ঘটিকায় কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই সেতুর পাশে নদীর পারে এলাকাবাসীর পক্ষ থেকে বিশাল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
২নং পূর্ব ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর আলমের সভাপতিত্বে ও উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সভাপতি হাজী শাহাব উদ্দিন, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য এডভোকেট কামাল হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শওকত আলী বাবুল, সহসভাপতি হাজী আবুল বাশার, উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, উপজেলা ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মুফতি আনোয়ার শাহ কোম্পানীগঞ্জী, উপজেলা যুব জামায়াতের সভাপতি ইকবাল হোসেন এমাদ, উপজেলা যুব জমিয়তের সভাপতি রুহুল আমিন সিরাজী, সাবেক ইউপি বিএনপির সভাপতি তাজ উদ্দিন, বিএনপি নেতা আলী শাহ নেওয়াজ লিটনসহ আরও অনেকে।
বক্তারা বলেন- এলাকাবাসীর পক্ষ থেকে বারবার মানববন্ধন, স্মারকলিপি ও অভিযোগ দেওয়ার পরও প্রশাসনের পক্ষ থেকে ধলাই সেতু রক্ষার্থে জোরালো কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। দুর্বৃত্তরা অবৈধভাবে সেতুর নিচ থেকে বালু উত্তোলন করছে দিনে ও রাতে। তারা বলেন- আগামী দুই দিনের মধ্যে ধলাই সেতু রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে স্থায়ী কোনো সমাধান না দিলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- মুরব্বি আ: মজিদ, মনির মিয়া, আ: সৈয়দ, আলকাছ আলী, সাংবাদকর্মী মইন উদ্দিন মিলন, নাহিম মিয়া, এমরান আলী, কলাবাড়ী স্পোর্টিং ক্লাবের সভাপতি হাজী আমিনুল ইসলাম, শাবি'র ছাত্র ফয়জুর রহমান, যুবদল নেতা রাইসুল ইসলাম রাজন, মানিক মিয়া, সোনা মিয়া, সমাজকর্মী কিবরিয়া আহমদ, ইয়াকুব আলী, লায়েকুজ্জামান, আদনান আহমদ, তাজুল ইসলাম,আসাদুজ্জামান রুবেল,আমির হোসাইন, শফিকুল ইসলাম, নূর আলম, সালেহ আহমদ, জুবায়ের আহমদ, বিলাল মিয়া, তাজ উদ্দিন, আমির উদ্দিন প্রমুখ।
মন্তব্য করুন