
প্রকাশিত: ৯ ঘন্টা আগে, ০৫:১৮ পিএম
অনলাইন সংস্করণ
ইখতিয়ার উদ্দীন আজাদ, নওগাঁ :
নওগাঁর ধামইরহাট সীমান্ত এলাকায় অবৈধভাবে বন বিভাগের গাছসহ ৫ জনকে আটক করেছে ১৪ বিজিবি। শনিবার (২৬ জুলাই) ভোরে উপজেলার বস্তাবর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোহাম্মদ বাদশা আলমগীরের নেতৃত্বে উপজেলার আত্রাই নদীর পাশ থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো ধামইরহাট উপজেলার চকহরিহরপুর এলাকার শ্রী দিরেন চন্দ্র বর্মণের ছেলে শ্রী অমল চন্দ্র বর্মণ (৩৫), একই এলাকার শ্রী রঘুনাথ বর্মণের ছেলে শ্রী লিটন বর্মণ (২৮) ও শ্রী নৃপেন চন্দ্র বর্মণের ছেলে শ্রী নরেশ বর্মণ (৩২), সেলিমপুর এলাকার মৃত নুরউদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৫৫), উদয়শ্রী এলাকার রেজাউল করিমের ছেলে হামিদুল ইসলাম (২৫)।
পত্নীতলা ১৪ ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন জানান, বস্তাবর বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ২৬০ এমপি হতে আনুমানিক ১ কিমি. বাংলাদেশের অভ্যন্তরে আত্রাই নদীর পশ্চিম পাড় ফরেস্ট বাগান থেকে অবৈধভাবে ফরেস্ট বাগানের গাছ কাটার দায়ে ৫ জনকে আটক করেন। এ সময় আকাশমণি ৬৩ সিএফটি গাছ, একটি সোনালিকা ট্রাক গাড়ি জব্দ করা হয়।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাম জাফর জানান, বিজিবির পক্ষে থেকে এজাহার দায়েরের প্রস্তুতি চলছে। এজাহার পেলে আসামিদের কোর্ট হাজতে প্রেরণ করা হবে।
মন্তব্য করুন