কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৮ মার্চ, ২০২৪, ০৫:২১ পিএম

অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে আঞ্চলিক সড়ক যেন মরণ ফাঁদ

সংগৃহীত

উজান ভাটির জেলা কিশোরগঞ্জ। জেলার ৫৬ কিলোমিটার দৈর্ঘ্যের একমাত্র সড়কটি এখন মরণফাঁদে পরিণত হয়ে রয়েছে। বর্তমানে এ সড়কে চলাচল করা যাত্রীরা সব সময় থাকেন আতঙ্কে। এ ছাড়া জেলার সৈয়দ নজরুল ইসলাম হাসপাতাল, ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালসহ ভৈরবের বিভিন্ন হাসপাতালে আসা- যাওয়ার পথে রোগীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।

বছর তিনেক ধরে এ দূরাবস্থা চলে আসলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন উদ্যোগ চোখে পড়েনি। নিন্মমানের কাজ, রাস্তা প্রসস্থ না করা, উঁচুনিচু রেখে সড়ক তৈরিসহ বিভিন্ন সমস্যায় জর্জরিত রয়েছে এ সড়কটি।

চালক ও যাত্রীরা জানান, মহাসড়কের বিভিন্ন স্থানে ভাঙা আর খানাখন্দে ভরা। এতে করে রাস্তাটি চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিদিন কোথাও না কোথাও ছোট- বড় গাড়ি উল্টে আহত হওয়াসহ ঘটছে প্রাণহানির মত ঘটনা। এ সড়কে দিনের চেয়ে রাতের চিত্র আরও ভয়াবহ।

কুলিয়ারচর উপজেলার আগরপুর বাজার থেকে উপজেলার কটিয়াদী পর্যন্ত রাস্তাটির অবস্থা সবচেয়ে ভয়াবহ। বিকল্প কোন সড়ক না থাকায় প্রাণের ঝুঁকি নিয়েই সবাইকে এ রাস্তায় চলাচল করতে হচ্ছে। বেহাল সড়ক দিয়ে যাতায়াত করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছেন যাত্রীরা। খানাখন্দের ওপর দিয়ে চলতে গিয়ে যানবাহনেও দেখা দিচ্ছে নানা সমস্যা। ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত তিন বছরে এ আঞ্চলিক মহাসড়কে ১৬৪টি দুর্ঘটনায় ১৪৬ জন প্রাণ হারিয়েছেন বলে জানা যায়।

মহাসড়কের সর্বশেষ কাজ শেষ হয় ২০১৮ সালে। এতে ব্যয় হয় প্রায় ২০০ কোটি টাকা। এরপর কয়েক বছর শর্ত অনুযায়ী মেরামত কাজ চালিয়েছে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান। এখন আর এ ধরনের কাজ করা হচ্ছে না।

কিশোরগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মাইদুল ইসলাম সাংবাদিকদের জানান, সড়কের যে অংশে সমস্যা রয়েছে তা সমাধানের জন্য দরপত্রের প্রক্রিয়া চলছে। শিগগিরই কাজ শুরু হবে। সড়কগুলো সংস্কার, রোড সাইন স্থাপন, দুর্ঘটনার স্থান চিহ্নিত করে বিভাজক তৈরির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।

 

উল্লেখ্য, আজ ১৮ মার্চ সোমবার সকাল ১১ টার সময় ভৈরব টু কিশোরগঞ্জ সড়কের আগরপুর বাসস্ট্যান্ড সংলগ্ন মনোহরপুরের কাছাকাছি স্থানে কিশোরগঞ্জের অনন্যা পরিবহনের একটি বাস ৪০/৫০ জন যাত্রীসহ সড়কের পাশের জমিতে উল্টে যায়। এতে বাসে থাকা যাত্রীরা গুরুতর আহত হয়। বেপরোয়া গতির কারণে দীর্ঘদিন ধরে এ সড়কের অনন্যা ও যাতায়াত পরিবহন প্রায়ই দুঃর্ঘটনার শিকার হচ্ছে।

মন্তব্য করুন