
প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৪:৪৫ পিএম
অনলাইন সংস্করণ
আনোয়ার হোসেন.নিজস্ব প্রতিনিধিঃ
যশোর সদরের কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি গ্রামে গতকাল মঙ্গলবার রাতে এক ব্যক্তিকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা।
নিহত রেজাউল ইসলাম (৫০) একই গ্রামের গোলাম তরফদারের ছেলে।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি আবুল হাসনাত বুধবার জানান, মঙ্গলবার দিবাগত রাত ১২টার পরে দুর্বৃত্তরা রেজাউল ইসলাম কে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে বাড়ির পাশেই তাকে উপর্যুপরি কুপিয়ে গলা কেটে হত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে যশোর সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
ওসি জানান, নিহত রেজাউলের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় ৯টি মামলা রয়েছে। এগুলোর অধিকাংশ ডাকাতির চেষ্টা, অস্ত্র ও মাদক বিরোধী অভিযোগ দায়ের করা রয়েছে।
এই হত্যাকাণ্ডের সাথে গ্রামের লোক জড়িত বলে দাবি করেছেন নিহতের স্ত্রী শিউলি বেগম জানায়, তাদের নাম জানাবেন তিনি পরে আস্তে আস্তে।
তিনি জানায়, রাত সাড়ে ১২টার দিকে মোবাইল ফোনে কল আসলে রেজাউল বাড়ির ছাদে বসে কিছুক্ষণ কথা বলেন। এরপর দরজা খুলে বাইরে যায়। কোথায় যাচ্ছেন জানতে চাইলে বলেন, কথা বলে আসছি।
শিউলি আরও জানান, কারা ডাকছে জানতে চাইলে রেজাুউল বলেছিলেন, এসে জানাচ্ছি। এর কিছু সময় পরে প্রতিবেশীদের ডাকে ঘুম আমার ভেঙে জানতে পারি আমার স্বামী রেজাউল কে হত্যা করা হয়েছে। তিনি গিয়ে দেখতে পান পড়ে থাকা একটি গাছের উপর পড়ে আছেন নিথর দেহ রেজাউলের । রেজাউল ইসলাম যুবলীগের সক্রিয় কর্মী ছিলেন বলে জানিয়েছেন তার স্ত্রী।
মন্তব্য করুন