
প্রকাশিত: ২১ ঘন্টা আগে, ০৭:৪৪ পিএম
অনলাইন সংস্করণ
ধামইরহাট, ( নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর ধামইরহাট আগ্রাদ্বিগুন সীমান্ত দিয়ে বিএসএফ ১০ জনকে পুশইন করেছে বাংলাদেশে।
৩১ জুলাই বৃহস্পতিবার ভোররাতে আগ্রাদ্বিগুন সীমান্ত পিলার ২৫৬/৭ এস এর নিকট বর্তী এলাকায় ২ জন পুরুষ ও ৮ জন মহিলাকে বাংলাদেশে পাঠিয়ে দিলে টহলরত বিজিবি তাদেরক আটক করে ।
আগ্রাদ্বিগুন বিওপি টহল কমান্ডার সুবেদার মোঃ জিহাদ আলীর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত শুন্য রেখায় প্রায় ১ কিলোমিটার বাংলাদেশ অভ্যন্তরে মহেশপুর এলাকায় ২ জন পুরুষ ও ৮ জন মহিলাকে আটক করে। আটককৃত আছমা বেগম (৪০),খাদিজাবেগম (৩৪) পাখি বেগম(২৪),রুমা বেগম (২৫) কাকলি (২৭),রোজিনা বেগম(৩৩),কোহিনুর (২৬),নাসরিন (৩৩),মনজুরুল ইসলাম (৩৬),সুমন হোসেন (২৭) তারা সবাই বাংলাদেশী হিসেবে প্রাথমিক ধারনা করা হচ্ছে। জিজ্ঞেসা বাদে তারা জানায় বিভিন্ন সময় ভারতের বোম্বাই শহরে কাজ করার লক্ষ্যে যায়।পুরুষেরা সেখানে রাজমিস্ত্রী কাজ করতো এবং মহিলার সেখানে বাসাবাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করতো। পরবর্তীতে ভারতের গোয়েন্দা পুলিশ তাদেরকে আটক করে। ২৯ জুলাই ভারতের হরিবংশীপুর বিএসএফ নিকট হস্তান্তর করে। বিএসএফ তাদেরকে বিজিবির নিকট হস্তান্তর না করে অবৈধভাবে সীমান্ত পিলার ২৫৬/৭ এস দিয়ে বাংলাদেশে পুশইন করে। আটককৃতদের আইন প্রক্রিয়া চলমান আছে।
মন্তব্য করুন