
প্রকাশিত: ২২ ঘন্টা আগে, ০৭:৩২ পিএম
অনলাইন সংস্করণ
মোঃএনামুল হক পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
পঞ্চগড়ে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা শেষ হয়েছে। পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে জেলা প্রশাসনের সহায়তায় ওই বৃক্ষমেলার আয়োজন করে পঞ্চগড় বন বিভাগ। গতকাল বিকেলে সরকারি অডিটোরিয়ামে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সোহেল সুলতান জুলকার নাইন স্টিভ।
দিনাজপুরের বিভাগীয় বন কর্মকর্তা আনোয়ার হোসেন সরকারের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর জাহাঙ্গীর আলম ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ইউসুফ আলী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পঞ্চগড় বন বিভাগরে ভারপ্রাপ্ত বন কর্মকর্তা হরিপদ দেবনাথ। বৃক্ষমেলায় সেরা নার্সারী হিসেবে পুরস্কার পায় ভাই ভাই নার্সারী। ২য় এবং ৩য় স্থান অধিকার করে যথাক্রমে সাইফুল প্রযুক্ত নার্সারী ও আজাদ নার্সারী।
অনুষ্ঠনে বিজয়ী নার্সারী মালিকের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেয়া হয়। অনুষ্ঠান শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।
মন্তব্য করুন