প্রকাশিত: ৬ ঘন্টা আগে, ০২:১৪ পিএম

অনলাইন সংস্করণ

পঞ্চগড়ে টাইফয়েড ভ্যাকসিনেশন কর্মসূচি শুরু ১ লা সেপ্টেম্বর থেকে

 

মোঃএনামুল হক পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ


আগামী ০১ সেপ্টেম্বর থেকে সারাদেশের ন্যায় প্রথমবারের মতো টাইফয়েড প্রতিরোধের জন্য পঞ্চগড়েও শুরু হচ্ছে বিনামূল্যে এক ডোজ করে টাইফয়েড ভ্যাকসিনেশন কর্মসূচি- ২০২৫। টাইফয়েড একটি পানি ও খাদ্যবাহিত রোগ যা প্রতিরোধযোগ্য।
সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন ((টিসিবি) জেলার ৯ মাস বয়স থেকে ১৫ বছর বয়সী তিন লাখ ৬৩ হাজার শিশুকে টাইফয়েড ভ্যাকসিনেশন কর্মসূচির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে প্লে থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের প্রথম দুই সপ্তাহ চলবে এ কর্মসূচি। পরের দুই সপ্তাহ টিকাদান কেন্দ্রে শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভূত ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশুকে এই টিকা দেওয়া হবে।
সিভিল সার্জন ডা. মিজানুর রহমান শনিবার পঞ্চগড়ের আটোয়ারীতে টাইফয়েড ভ্যাকসিনেশন কর্মসূচী উপলক্ষে দুই দিনব্যাপী আয়োজিত ভ্যাকসিনেটর ও প্রথম শ্রেণীর সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য জানানো হয়েছে।
তিনি টাইফয়েড রোগ প্রতিরোধে টিকাদানের গুরুত্ব তুলে ধরেন এবং ক্যাম্পেইনের সফল বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হুমায়ূন কবীরে সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ইপিআই কর্মসূচির অবসরপ্রাপ্ত লাইন ভাইরেক্টর ডা. মাওলা বক্স চৌধুরী ও জেলা ইপিআই সুপারভাইজার হাসিবুর রহমান শাহ লাবু উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে উপজেলার ভ্যাকসিনেটর ও প্রথম সারির ২০ জন সুপারভাইজার উপস্থিত অংশ নিচ্ছে।
পরে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে একটি গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

মন্তব্য করুন