
প্রকাশিত: ২১ ঘন্টা আগে, ০২:১৫ পিএম
অনলাইন সংস্করণ
এজেএম আহছানুজ্জামান ফিরোজ, শেরপুর প্রতিনিধি :
শেরপুরের শ্রীবরদীতে উপজেলা চোরাচালান নিরোধ টাস্কফোর্স ও সমন্বয় কমিটি এবং আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুলাই বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ। পৌরশহরের যানজট নিরসন, ড্রেনেজ ব্যবস্থাপনা, চোরাচালান নিরোধ, মাদক ব্যবসাসহ আইন শৃঙ্খলার সার্বিক দিক নিয়ে আলোচনা করেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহিম দুলাল, সাবেক সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল, বাংলাদেশ ইসলামী আন্দোলন শ্রীবরদী উপজেলা আমীর মাও : নজরুল ইসলাম , জাতীয় নাগরিক পার্টি এনসিপির উপজেলা সমন্বয়ক আবদুল মান্নান, প্রেসক্লাব শ্রীবরদী'র সভাপতি এজেএম আহছানুজ্জামান ফিরোজ প্রমূখ। এসময় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন