
প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ০২:১২ পিএম
অনলাইন সংস্করণ
আবু ছাইদ, চিলাহাটি প্রতিনিধিঃ
নীলফামারী জেলার চিলাহাটিতে গত ২৪ জুলাই রাত ৮ ঘটিকায় চিলাহাটি চৌরাস্তা মোড়ে সর্বস্তরের বিদ্যুৎ গ্রাহকগণ শতঃস্প্রুতভাবে উপস্থিত হয়ে পূর্বের মিটার পরিবর্তন করে নতুন করে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে এক ঘন্টা ব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন চিলাহাটি প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুল আলম ও বিশিষ্ট সমাজসেবক রাকিব হোসেন রন, সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম লিটন, ডোমার থেকে আমন্ত্রিত অতিথি সাংবাদিক আসাদুজ্জামান হিল্লোল, সমাজসেবক আইয়ুব আলী প্রমুখ।
বক্তারা প্রিপেইড মিটারের সুবিধা ও অসুবিধার কথাগুলো জনসম্মুখে তুলে ধরে। এই মিটার মানুষের নানান অসুবিধার কারণ হবে বলে উল্লেখ করে জানান পূর্বের মিটার পরিবর্তন করার কোন প্রয়োজন নেই যেখানে সরকারিভাবে কোন রূপ নির্দেশনা নেই সেখানে আমরা আমাদের ডিজিটাল মিটার পরিবর্তন করে প্রিপেইড মিটার লাগাবো কেন। সরকারি নির্দেশনা ছারা কোন কোম্পানি যদি তার নিজের সুবিধার জন্য আমাদের বাড়ির পূর্বের মিটার পরিবর্তন করতে আসে তাৎক্ষণিক তাকে বেঁধে রেখে প্রশাসনকে খবর দেবেন। প্রশাসন ইনশাআল্লাহ সহযোগিতা করবে আইন সবার জন্য প্রযোজ্য বেআইনিভাবে তারা মিটার লাগিয়ে দেবে আর আমরা তা মেনে নেব এটা হতে পারে না। আজকের এই বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে অত্র এলাকার বিদ্যুৎ গ্রাহক বৃন্দ একটি গণস্বাক্ষর বিদ্যুৎ অফিসে দাখিল করব এতেও যদি তারা বর্বরতা দেখায় তাহলে আমরা গ্রাহকগণ লাগাতার কর্মসূচি পালন করব।
মন্তব্য করুন