প্রকাশিত: ৫ ঘন্টা আগে, ০২:২১ পিএম

অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে বন্য পাখি ধরার অপরাধে দুইজনকে কারাদণ্ড- ৮০টি পাখি উদ্ধার

 

 চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা: 

পাচারের উদ্দেশ্যে অবৈধভাবে আটক রাখা ৮০টি টিয়া পাখি উদ্ধার করে অবমুক্ত করেছে এবং দুইজনকে বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।ঘটনাটি ঘটেছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়ন করিমবাজার এলাকায়। গোপন সংবাদের ভিত্তিতে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, রাজশাহী এবং পুলিশ বাহিনী সহায়তায় বুধবার দিনব্যাপী  অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ। অভিযানে পাল্ম হেডেড পারাকিট ও  রোজ রিং জাতের  ৮০টি টিয়া পাখি উদ্ধার করা হয়। বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর ৬(১)ধারা লঙ্ঘনের অপরাধে মোবাইল কোর্টে  অবৈধভাবে টিয়া পাখি ধরার অপরাধে যশোর জেলা শর্শা উপজেলা থেকে আগত শওকত (৭০)কে ২০ দিন ও খুলনা থেকে আগত জারুল শেখ (২৬) কে তিন দিন বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন।উদ্ধারকৃত পাখিগুলো বুধবার রাত  ১০টার দিকে  উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার  আজাহার আলীর   উপস্থিতিতে প্রকৃতিতে অবমুক্ত করা হয়। উপজেলা প্রশাসন জানিয়েছে, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সর্বদা সচেষ্ট এবং এধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে।

মন্তব্য করুন