
প্রকাশিত: ৫ ঘন্টা আগে, ০৯:১৬ পিএম
অনলাইন সংস্করণ
আবু ছাইদ, চিলাহাটি প্রতিনিধিঃ
গত ২৪শ মে শনিবার নীলফামারী জেলার চিলাহাটিতে নির্মিতব্য বধ্যভূমিতে স্মৃতিচারণ ও প্রাচীর নির্মাণের চিত্র সরে জমিনে পরিদর্শনে আসেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও প্রকল্প পরিচালক জনাব জাহাঙ্গীর আলম। উল্লেখ্য যে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধকালে পাক হানাদার বাহিনীর হাতে সম্মুখ যুদ্ধে অত্র এলাকার যে সকল মুক্তিযোদ্ধা শহীদ হয়েছে তাদের স্মৃতিচারণে বধ্যভূমি সংরক্ষণ ও স্মৃতিস্তম্ভ নির্মাণাধীন কাজের পরিদর্শনে আসেন। সে সময় উপস্থিত ছিলেন ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শায়লা সাঈদ তন্বী, ভোগডাবুরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব রেয়াজূল ইসলাম কালু এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ভোগডাবুরি ইউনিয়ন কমান্ড ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্যবৃন্দ। পরিদর্শনে ঠিকাদার কর্তৃক নির্মিতব্য কাজের ব্যাপক অসঙ্গতি ও অপরিচ্ছন্ন কাজের ত্রুটিগুলো ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু দেখিয়ে দেন পরিদর্শন টিমকে সেই ত্রুটি গুলো অতি স্বল্প সময়ের মধ্যে ঠিকাদার প্রতিষ্ঠানকে সংশোধন করার নির্দেশ প্রদান করেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও প্রকল্প পরিচালক জনাব জাহাঙ্গীর আলম।
মন্তব্য করুন