প্রকাশিত: ৫ ঘন্টা আগে, ০৭:৪৪ পিএম

অনলাইন সংস্করণ

নাগরপুরে ভূমি মেলা ২০২৫ অনুষ্ঠিত

 

জুয়েল রানা নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি”—এই স্লোগানে টাঙ্গাইলের নাগরপুরে রবিবার (২৫ মে) পালিত হয়েছে ‘ভূমি মেলা ২০২৫’। এ উপলক্ষে সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।

উপজেলা ভূমি অফিস-এর আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় মেলাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক, প্রধান সহকারী কাম-হিসাবরক্ষক প্রদীপ কুমার সূত্রধর, সার্ভেয়ার এ মঞ্জু, নাজির কাম-ক্যাশিয়ার মো. সজীব পারভেজ, এবং সার্টিফিকেট পেশকার শাবানা আক্তার।

এছাড়াও উপজেলার ১২টি ইউনিয়নের ভূমি কর্মকর্তা ও কর্মচারীরা মেলায় অংশগ্রহণ করেন।

মেলায় বিভিন্ন স্টল স্থাপন করে ভূমি উন্নয়ন কর, নামজারি, খতিয়ান, জমির তথ্য যাচাইসহ নানা ডিজিটাল ভূমি সেবা প্রদর্শন ও সরাসরি প্রদান করা হয়। সাধারণ জনগণ এসব সেবা সম্পর্কে ধারণা লাভের পাশাপাশি অনেকেই তাৎক্ষণিক সেবা গ্রহণ করেন। 

 

মন্তব্য করুন