
প্রকাশিত: ১১ ঘন্টা আগে, ১১:৫৮ এ এম
অনলাইন সংস্করণ
জুয়েল রানা নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
টাঙ্গাইলের নাগরপুরে পাট অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ২০২৪-২০২৫ অর্থবছরে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাট উৎপাদনকারী ৭৫ জন প্রান্তিক চাষিদের মধ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রেজাউল করিম মন্ডল সহকারী সচিব আইন শাখা বস্ত্র ও পাট মন্ত্রণালয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুর রহিম সিদ্দিকী।
জেলা পাট উন্নয়ন কর্মকর্তা পরিদর্শক পাট অধিদপ্তর টাঙ্গাইল। প্রশিক্ষক শাহানুর ইসলাম অতিরিক্ত কৃষি অফিসার নাগরপুর,টাঙ্গাইল। উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা নাগরপুর মো. সাইদুর রহমান।
সঞ্চালনায় মোঃ সবুজ মিয়া উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা বাসাইল,টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাজেদুল সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরা।
মন্তব্য করুন