প্রকাশিত: ১০ ঘন্টা আগে, ১১:৫০ এ এম

অনলাইন সংস্করণ

নীলফামারীতে বিদ্যুস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মর্মান্তিক মৃত্যু,শ্বাশুড়ী হাসপাতালে

 

নীলফামারী জেলা প্রতিনিধি

নীলফামারী সদর উপজেলার চাপড়া সরমজানি ইউনিয়নের পশ্চিম চাপড়া ফকিরপাড়া গ্রামে বিদ্যুতের তারে জড়িয়ে শ্বশুর সোলেমান আলী বাবু (৬৫) ও পুত্রবধূ শাবানা আক্তার (৩৩)এর মর্মান্তিক মৃত্যু হয়েছে।এ ঘটনায় শ্বাশুড়ী ওয়াতন বেগমকে(৫০)আশংকাজনক অবস্থায় নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয় সুত্রে জানা যায়,বুধবার(২১ মে) দুপুরে নিজ বাড়ি পাকা করার কাজ করার সময় ঘরের মধ্যে থাকা একটি পুরনো বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে শ্বশুর সোলেমানের শরীরে। তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিৎকার করলে তাকে বাঁচাতে ছুঁটে যায় স্ত্রী ও পুত্রবধূ। এসময় তারাও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। ঘটনাস্থলে সোলেমান ও ছেলে ওয়াজেদ আলীর স্ত্রী পুত্রবধূ শাবানা মারা যায়। গুরুতর আহত অবস্থায় শ্বাশুড়ী ওয়াতন বেগমকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)এম আর সাঈদ বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে দুইজন নিহত ও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।উল্লেখ্য: মঙ্গলবার (২০ মে)বিকেলে একই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাড়াইপাড়া গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়। তারা ছিল আপন চাচাতো ভাই।

 

মন্তব্য করুন