প্রকাশিত: ১২ ঘন্টা আগে, ১১:৩৮ এ এম

অনলাইন সংস্করণ

সব ধর্মে মানুষের ভাল গুণাবলি অর্জনের তাগিদ দেয়া হয়েছে

 

 

আনোয়ার হোসেন.যশোর.জেলা প্রতিনিধি. 

যশোর জেলা প্রশাসক আজহারুল ইসলাম  পুরোহিতদের প্রশিক্ষণ সমাপনীতে বলেছেন‘ মানুষের জন্য ধর্ম। ধর্মের মাধ্যমে আগে ইহ জগতে কল্যাণ সাধন হয়। মৃত্যুর পরেও পরজগতে মুক্তি মেলে। প্রতিটি ধর্মে দুনিয়া ও আখিরাতে মানুষের কল্যাণের  জন্য কথা বলা আছে। দুনিয়াতে ভাল কাজ করলে আখিরাতে ভাল ফল পাওয়া যাবে। যেমন কর্ম হবে তেমন ফল হবে। হিংসা বিদ্বেষ ভেদাভেদ ভুলে যেয়ে কল্যাণের কথা বলা হয়েছে।গতকাল ২১মে বুধবার যশোর রামকৃষ্ণ আশ্রমে ও মিশনে পুরোহিতদের ৯ দিন ব্যাপী প্রশিক্ষণ শেষে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভাপতিত্ব করেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের জুনিয়র কনসালটেন্ট সুশান্ত ব্যনার্জী।

যশোর জেলা প্রশাসক বলেন, ক্ষমা একটি মহৎ গুণ। এই গুণের জন্য ক্ষমাকারী জান্নাতে যাবে। মন থেকে হিংসা প্রতিরোধ করতে পারলে সহজেই একজন মহৎ মানুষে পরিণত হওয়া যায়। পরকালে মানুষের কৃত কর্মের বিচার হবে। মানুষের মধ্যে সব যোগ্যতা আছে। সেইজন্য পরকালে মানুষের বিচার হবে। যার কর্মের ফল তারই ভোগ করতে হবে। সেজন্য ভাল মানুষ হওয়ার চেষ্টা করতে হবে। সব ধর্মের মানুষের ভাল গুণাবলি অর্জনের তাগিদ দেয়া হয়েছে।

প্রশিক্ষণের সমাপনী দিনে আলোচনা সভা ও সনদপত্র বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ জ্ঞানপ্রকাশনন্দী। সভাপতিত্ব করেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের জুনিয়র কনসালটেন্ট সুশান্ত ব্যনার্জী। এ সময় প্রশিক্ষণপ্রাপ্ত ২৫ জন পুরোহিতের হাতে প্রধান অতিথি সনদপত্র তুলে দেন।

মন্তব্য করুন