প্রকাশিত: ৪ ঘন্টা আগে, ০৬:৪০ পিএম

অনলাইন সংস্করণ

বেনাপোল ইমিগ্রেশন থেকে কেন্দ্রীয় যুবলীগ নেতা ভারতে যাওয়ার সময় আটক

 

 

আনোয়ার হোসেন. যশোর জেলা প্রতিনিধি.

চিকিৎসার উদ্দেশ্যে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার সময় ঢাকা কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক জামিল আহম্মেদকে (৪২) আটক করেছে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ। তার পাসপোর্ট নম্বর-AO 35665391

সোমবার (১৯ই মে) সকাল ১১টার দিকে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে চিকিৎসা সংক্রান্ত কাজে ভারত যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশনে প্রবেশ করলে উক্ত ব্যক্তির পাসপোর্টে স্টপ লিস্ট থাকায় ইমিগ্রেশন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরবর্তীতে, তার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় একটি বিস্ফোরক মামলা থাকায় তাকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ কর্তৃক আটক দেখিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করেছেন।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আহমেদ জানান, সকালে ওই ব্যক্তি বেনাপোল ইমিগ্রেশন ভবনে প্রবেশ করে বহির্গমন সিল মারার জন্য ডেস্কে পাসপোর্ট জমা দিলে অনলাইনে তার স্টপ লিস্ট থাকায় সন্দেহ হলে জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে তাকে আটক করা হয়। এবং আইনি প্রক্রিয়া শেষে আটক জামিলকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান ওসি ইব্রাহিম।

মন্তব্য করুন