
প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৩:৫০ পিএম
অনলাইন সংস্করণ
‘রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যাকান্ডের ঘটনায় গভীর উদ্বেগ ও উৎকন্ঠা প্রকাশ করে সাম্য হত্যার প্রকৃত রহস্য উদঘাটন ও হত্যকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানিয়েছে’ বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ'র শীর্ষ নেতৃদ্বয়।
তারা বলেন, ‘অতিতের হত্যাকান্ডের মত সাম্যর হত্যাকান্ডকে ক্ষুদ্র রাজনৈতিক কারণে ব্যবহার না করে ঢাবি কতৃপক্ষ ও আইনশৃংখলা রক্ষাকারীকারী বাহিনীর উচিত হবে এই হত্যাকান্ডের প্রকৃত কারণ উদঘাটন করা। সময়ের সাথে সাথে সোহরাওয়ার্দী উদ্যান আজ চাঁদাবাজি, মাদক সেবনসহ বিভিন্ন অপকর্মের আখড়ায় পরিনত হয়েছে। অথচ এই উদ্যান সংলগ্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট এবং অফিস থাকা সত্তে¡ও তারা এসব অপকর্মের বিরুদ্ধে কঠোর ও কার্যকরী ব্যবস্থা গস্খহন না করে এসব অপরারাধের ভাগীদার হয়েছে। যে ক্যাম্পাস শিক্ষার্থীদের নিরাপদ আশ্রয়স্থল হওয়ার কথা, সেই ক্যাম্পাসেই শিক্ষার্থীকে সন্ত্রাসীদের হাতে জীবন দিতে হচ্ছে এটি মেনে নেয়া যায় না। সোহরাওয়ার্দী উদ্যানে সব ধরনের অপকর্ম বন্ধ করে জনসাধারনের জন্য নিরাপত্তা নিশ্চেত করতে সাঁড়াশি অভিযান পরিচালনা করা। ’
বুধবার (১৪ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এক বিবৃতিতে তারা এসব কথা বলেন।
তারা বলেন, ‘সাম্য হত্যাকান্ডের ঘটনার পর ভিসি ও প্রক্টরের উপর দায় চাপানোর প্রবনতা বাংলাদেশের নোংরা রাজনীতিরই বহি:প্রকাশ। এই ধরনের অপচেষ্টা সকল সময়ই সত্যকে আড়াল করে দেয়। এর ফলে ষড়যন্ত্রকারীরা ঘোলা পানিতে মাছ শিকার করে থাকে। আর প্রকৃত অপরাধিরা পর্দার আড়ালেই থেকে যায়। ’
নেতৃদ্বয়, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই ধরনের সংকটের প্রকৃত কারণ উদঘাটনের আহ্বান জানিয়ে বলেন, সংকটের উৎস সন্ধান না করে নিরাপত্তাহীনতার দায় বিশ্ববিদ্যালয় এলাকায় জনসাধারণের অনুপ্রবেশের উপর চাপিয়ে দিয়ে চটকদারি, হাস্যকর কিছু কর্মকান্ড থেকে বিড়ত থাকুন। এই ধরনের হাস্যকর কর্মকান্ডের কারণেই প্রশাসনের দিকে আঙ্গুল তুতে পারছে শিক্ষার্থীরা। ক্যাম্পাসে নিরপত্তা দিতে ব্যর্থতাও বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ এড়াতে পারবে না। প্রকৃত অর্থে, নিরাপত্তার প্রশ্নে কার্যকর উদ্যোগের অনুপস্থিতিই সাম্য হত্যার জন্য দায়ী। এই দায় কিছুটা হলেও ঢাবি কর্তৃপক্ষকে বহন করতে হবে। ’
তারা ‘দ্রুততম সময়ের মধ্যে এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের বিচার দাবি জানান এবং ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের আত্মার মাগফিরাত কামনা করে পরিবারের সদস্য, সহপাঠি, সহযোদ্ধা ও শুভাকাঙ্খীদের প্রতি সমবেদনা জানান।’
মন্তব্য করুন