প্রকাশিত: ৫ ঘন্টা আগে, ০২:২২ পিএম

অনলাইন সংস্করণ

নির্বাচন নির্বাচনের জায়গায় স্থির থাকবে এবং সংস্কার চলমান থাকবে : আব্দুল কাদির ভূইয়া জুয়েল

 

 

মো.এমরুল ইসলাম জেলা প্রতিনিধি,নরসিংদীঃ

নির্বাচন নির্বাচনের জায়গায় স্থির থাকবে এবং সংস্কার চলমান থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল।

সোমবার(২৮ এপ্রিল)মনোহরদী বাসস্ট্যান্ডে  উপজেলা ও পৌরসভা বিএনপির অফিস উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন,প্রয়োজনীয় সংস্কার দ্রুতই করা সম্ভব। আমরা বিগত আট মাসে দৃশ্যমান কোনো কিছু দেখতে পাইনি। নির্বাচনের মাঠ প্রস্তুত,নির্বাচন কমিশন প্রস্তুত এবং রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছেছে। এখন নির্বাচন জনগণের দাবিতে পরিণত হয়েছে। যদি নির্বাচন সময়মতো না হয়, তবে বিভিন্ন অপশক্তি ষড়যন্ত্রের সুযোগ খোঁজবে এবং ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করবে। তারা রাজনৈতিক ও সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশে বিরাজনৈতিক পরিবেশ তৈরির চেষ্টা করতে পারে। কিছু মানুষ দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে টোপ হিসেবে দেশে আসার পরিকল্পনা করতে পারে, তবে আমরা আর কোনো অপশক্তিকে সুযোগ দেব না।’

 

বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো.আব্দুল খালেক এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক জাকারিয়া মামুন, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান, মনোহরদী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ভিপি মাহমুদুল হক,সাবেক সাংগঠনিক সম্পাদক ভিপি এ.কে.এম বাছেদ মোল্লা ভূট্টো,সাবেক যুগ্ম আহ্বায়ক সেন্টু ভূইয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আবুল ফজল, মনোহরদী উপজেলা যুবদলের আহ্বায়ক নাদিম মাহমুদ বায়েজীদ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো.শহীদুল্লাহ, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আলী আকবর, সদস্য সচিব রায়হান উদ্দিন বাচ্চু,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোজাম্মেল হোসেন উজ্জ্বল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাফিউদ্দিন আহমেদ করুন,পৌর কৃষকদলের আহ্বায়ক কাজল কমিশনার,সদস্য সচিব হান্নান কমিশনার, পৌর বিএনপির সদস্য আকরাম কমিশনার, উপজেলা শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক মনির আকন্দ, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাম্মির রহমান টিপু, ছাত্রদল নেতা মহসিন, সোহেল তানভীর, জাহিদুল ইসলাম রাজনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

মন্তব্য করুন