
প্রকাশিত: ৪ ঘন্টা আগে, ০২:১৯ পিএম
অনলাইন সংস্করণ
জেলা প্রতিনিধি,নরসিংদী:
রবিবার(২৭ এপ্রিল)সন্ধ্যায় উপজেলার লেবুতলা ইউনিয়নের পশ্চিম নরেন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে সোমবার বিকালে ঘটনাস্থলে ছুটে আসেন,নরসিংদী-৪(মনোহরদী-বেলাবো)আসনের সাবেক সংসদ সদস্য ও মনোহরদী উপজেলা বিএনপির আহ্বায়ক,সরদার সাখাওয়াত হোসেন বকুল ও উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনূর রহমান সরকার দোলন।
এ সময় তিনি দুর্বিত্তদের হামলার স্বীকার ভুক্তভোগীদের বাড়ী-ঘর ও দোকান পরিদর্শন করেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দেন।
ভুক্তভোগীরা হলেন,পশ্চিম নরেন্দ্রপুর গ্রামের আবুল ফজল মৃরধার ছেলে বাইজিদ মৃরধা,আব্দুল মান্নান সরদারের ছেলে আনোয়ার হোসেন সরদার,আব্দুল বাক্কারের ছেলে প্রদীপ মৃরধা,আব্দুল মান্নান আকন্দের ছেলে মাসুদ মাস্টার, রশীদ পাইকের ছেলে দোলাল পাইক,আবুল বাসার মৃরধার ছেলে বাকপ্রতিবন্ধী জুয়েল মৃরধা,এম্মত মৃরধার ছেলে বিল্লাল মৃরধা,সোবান আকন্দের ছেলে রাসেল আকন্দ, মনির উদ্দীন আকন্দের ছেলে নজরুল আকন্দ,মহর উদ্দীন মৃরধার ছেলে ছাত্তার মৃরধা ও তারই ভাই কুদ্দুস মৃরধা।
ভুক্তভোগীরা গণমাধ্যম কর্মীদের বলেন,একই ইউনিয়নের সিজান এর নেতৃত্বে,আবদুল্লাহ্,শাকিল,সোহেল,অনয়,বাবু,কাজল,মোশারফ,জাকির-সহ অজ্ঞাতনামা বেশ কয়েকজন যুবক দেশীয় অস্ত্র দ্বারা রবিবার সন্ধার পর আমাদের ৮-১০ টি বাড়ী-ঘরে হামলা ও ভাংচুর চালায় এবং একটি দোকান থেকে দেশীয় অস্ত্রের মুখে মালিককে জিম্মি করে নগদ ২ লক্ষ টাকা-সহ নানা ধরনের পণ্যদ্রব্য লুট করে নিয়ে যায়। এছাড়াও একটি প্রাইভেটকার ভাংচুর করে এবং ভুক্তভোগীদেরকে মারধর করে রক্তাক্ত জখম করে।
এমতাবস্থায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দূর্বিত্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছেন ভুক্তভোগীরা।
এ সময় লেবুতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ মাষ্টার,খিদিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মানিক মাষ্টার-সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন