প্রকাশিত: ২৩ ঘন্টা আগে, ০৭:০০ পিএম

অনলাইন সংস্করণ

নওগাঁয় পরীক্ষাকেন্দ্র এলাকায় ছাত্রদলের বিশুদ্ধপানি ও স্যালাইন বিতরণ অনুষ্ঠিত

 

ইখতিয়ার উদ্দীন আজাদ, নওগাঁ প্রতিনিধি:

প্রখর সূর্য তাপদাহ! চারিদিকে রুক্ষ আবহাওয়া। মানুষসহ প্রাণিকূল ও জীবজন্তু যখন পিপাসায় কাতর, ঠিক সেই মহূর্তে এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্রে আসা অভিভাবকদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন এবং বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করেন নওগাঁর ধামইরহাট থানা ছাত্রদল। ধামইরহাট উপজেলায় আজ রোববার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। 

রোববার (২৭ এপিল) তারেক রহমানের নির্দেশে ধামইরহাট উপজেলার বিভিন্ন কেন্দ্রে চলমান এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষার্থী ও অভিভাবকদের সেবাদানের লক্ষ্যে ৪৭- নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, নওগাঁ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব খাজা নাজিবুল্লাহ চৌধুরী এর সার্বিক সহযোগিতায় বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

 

এসময় উপস্থিত ছিলেন ধামইরহাট থানা ছাত্রদল আহবায়ক মোঃ মামুন হোসেন, যুগ্ম আহবায়ক রনি বাবু, ধামইরহাট পৌর ছাত্রনেতা মোঃ সাকিব চৌধুরী সহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। 

 

 নজিপুর সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মোঃ বিল্লা জানান, ‍‍'পত্নীতলা ও ধামইরহাট উপজেলার পরীক্ষা কেন্দ্র এলাকায় এই কার্যক্রম পরিচালনা করা হয়েছে। আগামী দিনে খাজা নাজিবুল্লাহ্ চৌধুরী নির্দেশ, ৪৭-নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) অন্যান্য পরীক্ষা কেন্দ্র এলাকায় এমন কার্যক্রম চালিয়ে যাবো এবং প্রতি পরীক্ষার সময় চলমান থাকবে আমাদের কার্যক্রম।'

মন্তব্য করুন