
প্রকাশিত: ৫ ঘন্টা আগে, ০৮:৫৭ পিএম
অনলাইন সংস্করণ
মোঃ একরামুল হক
হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা:
শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম আজ (শুক্রবার) হালদা নদী পরিদর্শন করেছেন। এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলার নির্বাহী কর্মকর্তা।
পরিদর্শনকালে সচিব হালদা নদীর প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, ডলফিন ও মাছের প্রজননক্ষেত্র রক্ষা এবং স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন বিষয়ে গুরুত্বারোপ করেন।
এছাড়া হালদা নদীকে কেন্দ্র করে আইডিএফ কর্তৃক গৃহীত কার্যক্রমসমূহ সচিবের সামনে উপস্থাপন করেন নুরুল হাকিম। দীর্ঘদিন ধরে আইডিএফ হালদা নদী রক্ষা, জালধরা ডিম সংগ্রহকারীদের প্রশিক্ষণ, নদী-সংলগ্ন জনগোষ্ঠীর উন্নয়ন এবং টেকসই পরিবেশ সংরক্ষণে কাজ করে যাচ্ছে।
সচিব আইডিএফ-এর এসব কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতে হালদা নদী রক্ষায় সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
মন্তব্য করুন