প্রকাশিত: ১০ ঘন্টা আগে, ০৬:৩৬ পিএম

অনলাইন সংস্করণ

দুই রায়হানকে দায়িত্ব দিয়ে শ্রীপুরে এনসিপি’র নতুন সমন্বয় কমিটি

 


শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি:
 
আবু রায়হান মিসবাহকে প্রধান সমন্বয়কারী ও মো. রফিকুল ইসলাম রায়হানকে যুগ্ম সমন্বয়কারীর নাম উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র গাজীপুরের শ্রীপুর উপজেলা সমন্বয় কমিটি ঘোষণা করা করেছে। কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠন (উত্তারাঞ্চল) ও সদস্য সচিব সাক্ষরিত পত্রের মাধ্যমে এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। 

আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালের দিকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র অফিসিয়াল ফেসবুক পেইজে পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে, ৩ সেপ্টেম্বর সংগঠনের মুখ্য সংগঠক (উত্তারাঞ্চল) সারজিস আলম ও সদস্য সচিব আখতার হোসেন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ওই কমিটি চুড়ান্ত করা হয়।  

কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী তিন মাস অথবা আহ্বায়ক কমিটি গঠনের আগ পর্যন্ত এই অস্থায়ী কমিটি সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।

কমিটিতে আবু রায়হান মিসবাহকে প্রধান সমন্বয়কারী করা হয়েছে। যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. রফিকুল ইসলাম রায়হান, এডভোকেট কামরুল হাসান, মো. আনোয়ার হোসেন ও মাহমুদুল হাসান ইমন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, মো. মামুন হাসান,আল্পনা হক ছুঁয়া, মো. আশিক, মো. আরিফুল ইসলাম, মিনহাজ মোড়ল, মাওলানা এসফাকুল হক রোহান, মো. শফিকুল ইসলাম, মো. জিহাদ মোড়ল, মেহেদী হাসান রনি, ডা. কানিজ নাজমা, মো. আসিফ মিহা, মারুফ খান ও মো. রাকিবুল হাসান রিয়ন।

দায়িত্ব পেয়ে শ্রীপুর উপজেলার প্রধান সমন্বয়কারী আবু রায়হান মিসবাহ বলেন," ছাত্র আন্দোলনের পর ফ্যাসিস্ট মুক্ত একটি বাংলাদেশ পেয়েছে নাগরিকরা। আমরা নাগরিকদের কল্যাণে আপ্রাণ লড়াই চালিয়ে যাবো। 

নাগরিক পার্টি সকলের। দেশের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ।  জাতীয় নাগরিক পার্টিকে জনমানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে সংগঠনকে শক্তিশালী করা হবে।'

মন্তব্য করুন