
প্রকাশিত: ১৩ ঘন্টা আগে, ০৪:০৩ পিএম
অনলাইন সংস্করণ
মিঠাপুকুর ( রংপুর) প্রতিনিধিঃ
মিঠাপুকুর থানা পুলিশের বিশেষ অভিযানে অনলাইন ক্যাসিনো ও ডলার প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রাতে উপজেলার গোপালপুর ইউনিয়নের ধাপ (নয়াপাড়া) এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন, হাবিবুর রহমান (৩২), হাফিজুর রহমান (৩৩), শামীম মিয়া (২৪), এবং সুমন সরকার ওরফে তিতাস (২৮)। তাদের বাবার নাম যথাক্রমে লাল মিয়া (প্রথম তিনজনের) ও সুলতান মিয়া (সুমন সরকারের)। শেরপুর জেলার ভুক্তভোগী রিপন মিয়ার দায়ের করা মামলার ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন মিঠাপুকুর থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদুল হক। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে এ চক্র অনলাইনে ক্যাসিনো পরিচালনা ও ডলার কেনাবেচার নামে সাধারণ মানুষকে প্রতারণা করে আসছিল। ভুক্তভোগীদের বিভিন্ন স্থানে ডেকে এনে অজ্ঞান করে তাদের টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেওয়া হতো। মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দীকী বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন