
প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ০৫:৩৩ পিএম
অনলাইন সংস্করণ
মোঃ একরামুল হক, হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা:
আগামী ১৯ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজিত জাতীয় মহাসমাবেশ সফল করতে হাটহাজারী পৌরসভায় লিফলেট বিতরণ ও ব্যাপক গণসংযোগ কর্মসূচি পালন করেছে স্থানীয় জামায়াত নেতাকর্মীরা।
১৩ জুলাই (রবিবার) বিকেল চারটায় পৌরসভার ডাকবাংলো চত্বর থেকে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও বায়েজিদ আংশিক) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও হাটহাজারী উপজেলা আমীর ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম।
পথসভায় সভাপতিত্ব করেন পৌর জামায়াতের আমীর মাষ্টার মাহমুদুল করিম। এরপর ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলামের নেতৃত্বে পৌর এলাকার বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পরিচালিত হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের শুরা সদস্য আবুল বাশার, ছিপাতলী ইউনিয়নের সহসভাপতি অধ্যাপক ফজলুল কাদের, ফতেপুর ইউনিয়নের সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান তালিব, পৌর জামায়াতের সেক্রেটারি আবু আহম্মদ, সহকারী সেক্রেটারি মাওলানা শহীদুল্লাহ, যুব সংগঠক আসলাম মোরশেদ, শ্রমিক নেতা আলী আকবর, ওয়ার্ড সভাপতি মো. ফারুক এবং ওয়ার্ড সেক্রেটারি মো. ইফতেখার উদ্দিন প্রমুখ।
মন্তব্য করুন