প্রকাশিত: ৪ ঘন্টা আগে, ০৫:৪৮ পিএম

অনলাইন সংস্করণ

হাটহাজারীর থেকে নিখোঁজ কিশোরী উদ্ধার, র‍্যাবের বিশেষ অভিযানে ফিরে এলো স্বজনদের কোলে



মো:একরামুল হক হাটহাজারী চটগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন বিবিরহাট এলাকা থেকে নিখোঁজ হওয়া এক ১৬ বছর বয়সী কিশোরীকে (ছদ্মনাম রেশমা) উদ্ধার করেছে র‌্যাব-৭ এর একটি বিশেষ দল। হাটহাজারীর মেখল ইউনিয়নের ফকিরহাট এলাকা থেকে শনিবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে অভিযান চালিয়ে কিশোরীটিকে উদ্ধার করা হয়।

রবিবার (১৮ মে) বেলা ১১টার দিকে হাটহাজারী ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসপি সাইফুর রহমান উদ্ধার অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব ৭ এর সিপিসি-২ হাটহাজারী ক্যাম্পের ডিএডি মো. নুরুল আলম জানান, গত ১৫ মে বিকেল সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ডের সুন্নীয়া মাদ্রাসার সলিমুল্লাহ শাহ এলাকা থেকে কিশোরীটি নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান না পেয়ে তার পরিবার ১৬ মে পাঁচলাইশ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পরবর্তীতে বিষয়টি র‍্যাব-৭ কে জানানো হলে, তথ্যপ্রযুক্তির সহায়তায় কিশোরীর অবস্থান শনাক্ত করে হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মৃত জালাল উদ্দীনের বসতঘর থেকে তাকে উদ্ধার করা হয়।

উদ্ধারের পর কিশোরীটিকে তার পরিবারের জিম্মায় এবং পাঁচলাইশ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন ডিএডি নুরুল আলম।

তবে ভিকটিমের মায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার মোবাইল ফোন বন্ধ থাকায় মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

পাঁচলাইশ থানার তদন্ত কর্মকর্তা এসআই নয়ন আহমেদ গণমাধ্যমকে জানান, নিখোঁজ ডায়েরির পর বিষয়টি বিভিন্ন থানা ও র‍্যাব-৭ এর সঙ্গে সমন্বয় করা হয়। পরে হাটহাজারী ক্যাম্পের র‍্যাব সদস্যরা মেয়েটিকে উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করলে, আমরা তাকে তার মায়ের জিম্মায় দেই।

হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান বলেন, “র‌্যাব যে থানায় মামলা বা অভিযোগ থাকে, সেই থানার পুলিশের সঙ্গে সমন্বয় করে উদ্ধার বা গ্রেফতার কার্যক্রম পরিচালনা করে। তবে এই ঘটনায় আমাদের থানাকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।”

মন্তব্য করুন