
প্রকাশিত: ৪ ঘন্টা আগে, ১১:০১ এ এম
অনলাইন সংস্করণ
মোঃ একরামুল হক হাটহাজারী চট্টগ্রাম:
চট্টগ্রামের হাটহাজারীতে বেপরোয়া গতির ড্রাম ট্রাকের ধাক্কায় ফয়সাল মুনতাসির (২৪) নামের এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় তার বন্ধু তুষার আবদুল্লাহ গুরুতর আহত হয়েছেন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
দুর্ঘটনাটি ঘটে শুক্রবার (১৬ মে) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে হাটহাজারী পৌরসভার বড়ুয়া পাড়ায় নাজিরহাট আঞ্চলিক মহাসড়কে।
নিহত মুনতাসির উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হেদায়েত আলী বাড়ির মো. কামাল উদ্দিনের ছেলে। আহত তুষার ফটিকছড়ি উপজেলার বক্তপুর তালুকদার বাড়ির মো. নুরুল আলমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মুনতাসির পৌরসভার এগারো মাইল এলাকায় পরিবারসহ ভাড়া বাসায় থাকতেন। ঘটনার রাতে তিনি বন্ধু তুষারকে সঙ্গে নিয়ে সমিতিরহাট এলাকায় এক বন্ধুর গায়ে হলুদের অনুষ্ঠানে যান। অনুষ্ঠান শেষে ফেরার পথে বড়ুয়া পাড়া এলাকায় পৌঁছালে নাজিরহাটমুখী একটি বেপরোয়া গতির ড্রাম ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে। মুনতাসিরকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত তুষারকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
নিহত মুনতাসিরের বন্ধু জুবায়ের জানান, দুর্ঘটনার সময় ব্যবহৃত মোটরসাইকেলটি ছিল তুষারের।
নাঙ্গলমোড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ আলী জানান, মুনতাসির দুই ভাই ও এক বোনের মধ্যে একজন। তার বাবা ও বড় ভাই প্রবাসে আছেন।
রাউজান হাইওয়ে থানার ইনচার্জ মো. আসাদুল্লাহ হাওলাদার জানান, ঘটনার বিষয়ে প্রাথমিক তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। বিস্তারিত তদন্ত শেষে জানানো হবে।
মন্তব্য করুন