প্রকাশিত: ৯ অক্টোবার, ২০২৪, ০৭:৪৭ পিএম

অনলাইন সংস্করণ

শ্রীপুরের পূজা মন্ডপগুলোতে উৎসবের আমেজ

 


মাহমুদুল হাসান, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: 

 অপেক্ষার প্রহর শেষ ভক্তদের। মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব। সরেজমিনে গাজীপুরের শ্রীপুরের বিভিন্ন পূজা মন্ডপ ঘুরে দেখা গেছে- মন্ডপে মন্ডপে চলছে পুজারি ও ভক্তদের উৎসবমুখর পদচারনা। চারিদিকে পূজার আবহ। মন্ডপগুলো সেজেছে নবরুপে। ঢাক-ঢোল কাঁসা এবং শঙ্খের আওয়াজে মুখরিত হয়ে উঠেছে বিভিন্ন মণ্ডপ। তবে বৈরী আবহাওয়া মন্দিরে মন্দিরে বিভিন্ন স্থান থেকে ঘুরতে আসা পূজারিদের মধ্যে কিছুটা বাধা হয়ে দাড়িয়েছে। নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের পাশাপাশি কাজ করছে পূজা উদযাপন কমিটিও। 

এ বছর দেবী দুর্গার আগমন হবে দোলায় বা পালকিতে। ওই পালকি বা দোলায় দেবীর আগমন বা গমন হলে ফলাফল হয় মড়ক। দেবী দুর্গার ২০২৪ সালে মর্ত্যে আগমন যেহেতু দোলায় হচ্ছে, তার ফলাফল হতে পারে মড়ক। যা শুভ ইঙ্গিত নয়। এছাড়াও দেবী স্বর্গে গমন করবেন ঘোটকে বা ঘোড়ায়। শাস্ত্র মতে, দেবীর গমন বা আগমন ঘোটকে হলে ফলাফল ছত্রভঙ্গ হয়। সেই নিরিখে ২০২৪ সালে দেবীর গমন ঘোড়ায় হওয়ার জেরে ফলাফল ছত্রভঙ্গ হতে পারে। শাস্ত্রমতে এই ঘোটকে গমনের ফলে সামাজিক ও রাজনৈতিক এলোমেলো অবস্থাকে ইঙ্গিত করে। এটি যুদ্ধ, বিগ্রহ, আশান্তি, বিপ্লবের ইঙ্গিত দিয়ে থাকে।আগামী ১৩ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের বড় এ উৎসব।

 

 

মন্তব্য করুন