প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ০১:০৬ পিএম

অনলাইন সংস্করণ

বিয়ের ১০ দিনের মাথায় স্ত্রী-শ্বাশুড়িকে হত্যার পর ঘরে আগুন দিল যুবক

 

ভান্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতাঃ

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নের ধাওয়া গ্রামের খান বাড়ি স্ত্রী ও শাশুড়িকে গলা কেটে হত্যা করে পালিয়েছে জামাতা মো. বাদল খান (৪৫)। 

সোমবার (৫ মে) রাত ১১টার দিকে দুজনকে হত্যা করে ঘরে আগুন দিয়ে পালিয়ে যান তিনি। 

এ ঘটনায় নিহতরা হলেন- চম্পা বেগম (৩২) ও তার মা বিলকিস বেগম (৫০)। মো. বাদল খান ধাওয়া গ্রামের মৃত আজিজ খানের ছেলে। অভিযুক্ত বাদল খান পেশায় একজন চা বিক্রেতা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাদল খান ১০দিন আগে চতুর্থ বিয়ে করেন চম্পাকে। তার দ্বিতীয় স্ত্রীর দুই সন্তান‌ রয়েছেন‌। সোমবার রাতে স্ত্রী ও শাশুড়িকে ধারালো অস্ত্র দিয়ে গলা হত্যা করে বাদল। 

এরপর কেরোসিন ঢেলে মরদেহ পোাড়ানোর চেষ্টা করে। এসময় বাড়িতে আগুন লেগে যায়। ঘটনার সময় চম্পার শিশু সন্তান টের পেয়ে ঘর থেকে পালিয়ে পাশের বাড়িতে খবর দেয়। 

এরপর স্থানীয়রা এসে ঘরের আগুন পানি দিয়ে নিভিয়ে ফেলে। স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান বাদল। 

বিষয়টি নিশ্চিত করে ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমদ আনওয়ার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

মন্তব্য করুন