বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৮ জুন, ২০২৪, ০৩:৪১ পিএম

অনলাইন সংস্করণ

বগুড়ায় দুইজনকে কুপিয়ে হত্যা, রাতে গোলাগুলি

ছবি: রূপালী বাংলাদেশ

ঈদের দিন রাতে হঠাৎই গুলির শব্দে আতঙ্কিত ছিলেন স্থানীয়রা। পুলিশ খবর পেয়ে দুইজনের লাশ ও আশঙ্কাজনক অবস্থায় একজনকে উদ্ধার করে। প্রবাসী নারীকে উত্ত্যক্তের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

বগুড়ায় ঈদের রাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দুইজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। শহরের নিশিন্দারা চকরপাড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই এলাকার শফিকুল ইসলামের ছেলে রোমান ওরফে রুম্মান (১৮) ও দুদু মিয়ার ছেলে শরীফ আহমেদ (১৯)। ঘটনাস্থল থেকে হোসেন (১৮) নামের একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ। নিহতদের লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

মঙ্গলবার (১৮ জুন) ঘটনাস্থলে দুই রাউন্ড গুলির খোসা পাওয়া গেছে। এরআগে সোমবার দিবাগত রাত দেড়টার দিকে বগুড়া শহরের নিশিন্দারা চকরপাড়া এলাকায় হঠাৎই গোলাগুলির শব্দে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। শব্দ থেমে গেলে অনেকে ঘর থেকে বের হন। এসময় একটি ইউক্যালিপটাস বাগান সংলগ্ন গলির মধ্যে রক্তাক্ত অবস্থায় তিনজনকে পড়ে থাকতে দেখেন। ঘটনাস্থল থেকে নিহত দুইজনের লাশ ও আহত একজনকে উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা এসব তথ্য জানিয়েছেন। 

নিহত শরীফের বাবা দুদু মিয়া জানান, ছেলে রাতের খাবার খাওয়ার পর এক বন্ধুর ফোন পেয়ে রাত ১২ টার দিকে বাসা থেকে বের হয়। কিছুক্ষণ পর এলাকায় গোলাগুলির শব্দ শুনে লোকজন বাইরে এসে দেখেন  ১৫/২০ জন দৌড়াদৌড়ি করে পালাচ্ছে। 

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার জানান, হত্যাকাণ্ডের আগে দূর্বৃত্তরা গুলিবর্ষণ করে। মঙ্গলবার সকালে ঘটনাস্থল থেকে দুই রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, একজন প্রবাসী নারীকে উত্ত্যক্তের জের ধরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। জড়িতদের সনাক্ত করতে কাজ করছে পুলিশের একাধিক টিম। 

 

মন্তব্য করুন