
প্রকাশিত: ১৫ মার্চ, ২০২৪, ১০:৪৪ পিএম
অনলাইন সংস্করণ
রাজধানীর পুরান ঢাকার পাটুয়াটুলিতে একটি প্রেসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে পাটুয়াটুলির ঘি পট্টির জিনাত প্রিন্টিং ওয়ার্কস নামে একটি প্রেসে আগুন লাগেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে সংস্থাটি।
ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার পর ৯টা ৪৫ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে একে একে সদরঘাট, সূত্রাপুর এবং সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সংস্থাটি।
মন্তব্য করুন