প্রকাশিত: ৪ ঘন্টা আগে, ১২:৫০ পিএম

অনলাইন সংস্করণ

নারী সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে ডিমলায় মানববন্ধন

 

নীলফামারী জেলা প্রতিনিধি:

নীলফামারী রিপোর্টার্স ইউনিটির সভাপতি-দৈনিক আলোকিত বাংলাদেশের জেলা প্রতিনিধি স্বপ্না আক্তার স্বর্ণালির ওপর হামলার প্রতিবাদে ডিমলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন সাংবাদিকরা।রোববার (১৩ জুলাই)শেষ বিকেলে ডিমলা উপজেলা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে সদরের স্মৃতি অম্লান মোড়ে ঘন্টাব্যাপী এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করা হয়।ডিমলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মহিবুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান পাভেলের সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন,ডিমলা প্রেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম লিটন,জেলা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক,কার্যকরী সদস্য আব্দুর রশিদ,সদস্য আব্দুল মমিন,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ডিমলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মহিনুল ইসলাম সুজন,ডিমলা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী সানু,সাবেক সভাপতি বাদশা সেকেন্দার ভুট্টু প্রমূখ।

এ ছাড়াও এতে বাংলাদেশ প্রেসক্লাবের ডিমলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আমিনুর রহমান দুলাল,ডিমলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর রেজাসহ জেলা-উপজেলায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য:গত ৮ জুলাই সাংবাদিক স্বপ্না আক্তার স্বর্ণালি শাহ পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে লক্ষিচাপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুর  কর্তৃক হামলা ও হেনস্তার শিকার হন।পরে তার স্বামী গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি সোহেল রানা বাদি হয়ে সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

 

 

 

মন্তব্য করুন