
প্রকাশিত: ১ আগষ্ট, ২০২৪, ১১:৫১ এ এম
অনলাইন সংস্করণ
নাটক ও ওটিটিতে দাপটের সঙ্গে কাজ করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। তবে এখন নাটকের চেয়ে ওটিটিতেই ব্যস্ত এই অভিনেত্রী। শোনা যাচ্ছে, বাজারে নতুন একটি ওয়েব সিরিজে দেখা যাবে তানজিন তিশাকে।
জানা গেছে, নির্মাতা তানিম রহমান অংশুর ৬ পর্বের একটি অ্যানথোলজি সিরিজে দেখা যাবে তানজিন তিশাকে। যদিও সিরিজটির নাম এখনও চূড়ান্ত হয়নি। তবে এতে তানজিন তিশার সঙ্গে অভিনয়ে রয়েছেন জিয়াউল পলাশ ও ইয়াশ রোহান।
সিরিজটি প্রসঙ্গে তানজিন তিশা গণমাধ্যমকে বলেন, ‘এই মুহূর্তে সিরিজটি নিয়ে কিছু বলতে পারছি না। অনেক কিছুই আমার মাথায় নেই। তবে এটুকুই বলতে পারি, এটা একটা ভিন্ন ধারার গল্প, দারুণ কাজ করছি। তবে কখন কোথায় রিলিজ হবে তা এ মুহূর্তে বলতে পারব না। কাজ এখনও শেষ হয়নি। দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে আবার শ্যুটিং শুরু হবে। আমিও অপেক্ষা করছি কাজটি শেষ করার।’
আরবি/জেআই
মন্তব্য করুন