
প্রকাশিত: ১০ ঘন্টা আগে, ০৪:২২ পিএম
অনলাইন সংস্করণ
ধামইরহাট ( নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে পত্মীতলা বাটলিয়ন ( ১৪ বিজিবি) বিপুল পরিমাণ মাদক দ্রব্য আটক করেন।
১৬ ই জুলাই বুধবার ভোর ৪ টায় পত্মীতলা বাটলিয়ন (১৪ বিজিবি) এর অধিনস্হ পাগলা দেওয়ান বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আব্দুল হামিদ এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল গোপন সংবাদ ভিত্তিতে সীমান্ত পিলার ২৭২/৬ এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে উত্তমাবাদ মাঠের মধ্যে অভিযান পরিচালনা করে মালিকবীহিন অবস্থায় ৯০ বোতল ভারতীয় ফেনসিডিল ও ৫৮ বোতল ভারতীয় ফেয়ারডিল সিরাপ উদ্ধার করেন। অভিযান চলাকালে বিজিবির উপস্হিতি টের পেয়ে চোরাকারবারি মাদক দ্রব্য ফেলে পালিয়ে যায়। পত্মীতলা ১৪ বিজিবি ব্যটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ ইকবাল হোসেন বলেন নওগাঁর জয়পুরহাট সীমান্ত দিয়ে অনুপ্রবেশ সহ অবৈধ সীমান্ত পারা পার চোরাচালান, মাদক দ্রব্য পাচার রোধে অভিযান পরিচালনা অব্যহত রাখার অংগিকার ব্যক্ত করেন।
মন্তব্য করুন