প্রকাশিত: ১১ অক্টোবার, ২০২৪, ০৩:২০ পিএম

অনলাইন সংস্করণ

ঢাক-ঢোল, শঙ্খ আর উলুধ্বনিতে মুখর শ্রীপুরের পূজা মন্ডপগুলো

 

মাহমুদুল হাসান, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: 

 আজ শুক্রবার শারদীয় দুর্গোৎসবের তৃতীয় দিনে মহাঅষ্টমী। গাজীপুরের শ্রীপুর উপজেলার বিভিন্ন মণ্ডপে ঢাক-ঢোল, শঙ্খ আর উলুধ্বনিতে চলছে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। কল্পারম্ভ ও বিহিত পূজা ছাড়াও এদিনের অন্যতম আকর্ষণ কুমারীপূজা ও সন্ধিপূজা।

মাতৃভাবে কুমারী কন্যাকে জীবন্ত প্রতিমা করে তাতে জগজ্জননীর উদ্দেশে শ্রদ্ধা নিবেদন করাই হলো এ কুমারীপূজা। হিন্দুশাস্ত্র অনুসারে, সাধারণত এক থেকে ১৬ বছরের কুমারী কন্যাকে দেবী জ্ঞানে পূজা করা হয়। শুদ্ধাত্মা কুমারীতে ভগবতীর রূপ বেশি প্রকাশ পায় এবং মাতৃরূপ উপলব্ধি করাই কুমারী পূজার উদ্দেশ্য।

হিন্দু ধর্মমতে, নবমীর পুণ্য তিথিতে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে বিশ্বে শুভ শক্তির প্রকাশ ঘটিয়েছিলেন দেবী দুর্গা। নবমী তিথি শুরু হয় সন্ধিপূজা দিয়ে। অষ্টমী এবং নবমী তিথির সন্ধিক্ষণে দেবী দুর্গার আরাধনা পুজোই হলো সন্ধিপূজা। অষ্টমীর শেষ ২৪ মিনিট ও নবমীর প্রথম ২৪ মিনিট সর্বমোট ৪৮ মিনিটে সন্ধিপূজা হয়। মূলত দেবী চামুণ্ডার পূজা করা হয় এ সময়। নবমীর দিনই দুর্গাপূজার অন্তিম দিন হিসেবে বিবেচনা করা হয়। কারণ, পরের দিন কেবল বিসর্জনের পর্ব। নবমীর রাতে উৎসব শেষ হয়। তাই মণ্ডপে মণ্ডপে বিদায়ের ঘণ্টা বাজে এ রাতে।

মন্তব্য করুন