
প্রকাশিত: ৫ আগষ্ট, ২০২৫, ০৬:০৯ পিএম
অনলাইন সংস্করণ
ইখতিয়ার উদ্দীন আজাদ, নওগাঁঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর নওগাঁর পত্নীতলা উপজেলা ও নজিপুর পৌর শাখার আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল ৪টায় উপজেলা সদর সরদারপাড়া মোড় দলীয় অফিস থেকে এ মিছিল শুরু হয়ে নজিপুর চৌরাস্তা বাসস্ট্যান্ডে প্রদক্ষিণ করে। পরে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- কেন্দ্রীয় বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ও নওগাঁ-২ আসনের সাবেক সাংসদ সামসুজ্জোহা খাঁন জোহা। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভানেত্রী সামিনা পারভীন পলি সহ উপজেলা ও নজিপুর পৌর বিএনপির নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা, নজিপুর পৌর ও ১১টি ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মিরা।
মন্তব্য করুন