
প্রকাশিত: ১১ ঘন্টা আগে, ০৫:০১ পিএম
অনলাইন সংস্করণ
আবু ছাইদ, চিলাহাটি প্রতিনিধিঃ
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ভাগিনা কেন্দ্রীয় নির্বাহী সদস্য এবং নীলফামারী-০১ ডোমার-ডিমলা আসনের সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে চিলাহাটি কেতকীবাড়ীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে কেতকীবাড়ী স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দল।
বৃহস্পতিবার ১লা মে রাতে কেতকীবাড়ী ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গণ থেকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইমরান আলী রিমুলের নেতত্বে তুহিন ভাইয়ের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে একটি বিক্ষোভ মিছিল বাজারের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে তিন রাস্তার মোড়ে প্রতিবাদ সমাবেশ করেন।
'বিগত এক-এগারো এবং স্বৈরাচার হাসিনা সরকারের আমলে জিয়া পরিবারের অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ভাইকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজনৈতিক প্রতিহিংসার জেরে হয়রানি করতে দুদকের করা মিথ্যা মামলার রায়ের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার সহ নিঃশর্ত মুক্তির দাবি জানায়।
উল্লেখ্য, দীর্ঘ ১৮ বছর যুক্তরাজ্যে নির্বাসিত জীবন পার করে গত ২২শে এপ্রিল দেশে ফেরেন ইঞ্জিনিয়ার তুহিন। এরপর গত ২৯শে এপ্রিল দুই মামলায় তিনি আদালতে আত্মসমর্পণ করলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।
মন্তব্য করুন