
প্রকাশিত: ১০ ঘন্টা আগে, ০৪:১৬ পিএম
অনলাইন সংস্করণ
কুড়িগ্রাম প্রতিনিধি:
গত ২৪ জুলাই ২০২৫ তারিখ কুড়িগ্রাম জেলার রৌমারী থানাধীন ভন্দুরচরের প্রত্যন্ত চর এলাকায় জমিজমা সংক্রান্তে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নিহতের ঘটনা ঘটে।
পুলিশ সুপার কুড়িগ্রামের তাৎক্ষণিক নির্দেশে রৌমারী থানা পুলিশের তৎপরতা ও অভিযানে উক্ত হত্যাকান্ডের সাথে জড়িত মামলায় ৫ জন আসামিকে ইতিপূর্বে গ্রেফতার করে রৌমারী থানা পুলিশ।
এরই ধারাবাহিকতায় কুড়িগ্রাম জেলার রৌমারী থানা পুলিশের একটি চৌকস টিম গত ২৮ জুলাই রাতে গাজীপুর জেলার শফিপুর এলাকা থেকে আরো ২ জন এজহারভুক্ত আসামি ধলু মিয়া ও দুলাল দ্বয়কে গ্রেফতার করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন রৌমারীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হত্যাকন্ডের ঘটনায় পূর্বে ৫ জন সহ আরো ২ জনকে গাজিপুর জেলা থেকে গ্রেফতার করে রৌমারী থানা পুলিশ। এছাড়াও উক্ত মামলার অন্যান্য এজহারভুক্ত আসামিদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যহত রেখেছে কুড়িগ্রাম জেলা পুলিশ। খুব দ্রুত সময়ের মধ্যেই হত্যাকান্ডের সাথে জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে।
মন্তব্য করুন