
প্রকাশিত: ৮ এপ্রিল, ২০২৪, ০৫:৩৩ পিএম
অনলাইন সংস্করণ
কিশোর অপরাধী বা কিশোর গ্যাংয়ে জড়িয়ে পরা অপরাধীদের সংশোধনের সুযোগ বৃদ্ধি ও কাউন্সিলিয়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (৮ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত ব্রিফিং এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। এর আগে সকাল সারে ১০ টায় তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন।
ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, প্রধানমন্ত্রী অনির্ধারিত আলোচনায় কিশোর অপরাধী বা কিশোর গ্যাংয়ের বিষয় গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন, এসব অপরাধীরা আটকের পর যাতে করে সংশোধনের সুযোগ পায়, সেই লক্ষ্যে কাউন্সিলিংয়ে গুরুত্ব দিতে হবে। পাশাপাশি কিশোর সংশোধনালয়গুলো আরো উন্নত করতে হবে। সেখানে সংশোধনের সুযোগের পাশাপাশি শিক্ষার ব্যবস্থা থাকতে হবে।
সংশোধন বিষয়ে কমিটি গঠন করতে হবে। কমিটিতে প্রশাসনের কর্মকর্তা ছাড়াও অভিভাবক ও শিক্ষকদের সম্পৃক্ত করতে হবে।
মন্ত্রিসভার বৈঠকে আন্তর্জাতিক ও অভ্যান্তরিন আমদানি রপ্তানি সহজ বা নির্বিঘ্ন করতে জাতীয় লজিস্টিক্সে নীতি ২০২৪ এর খসড়ার অনুমোদন দেয়া হয়েছে। এছাড়া মন্ত্রিসভা ড. এম এ ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয় আইন ২০২৪ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে।
মন্তব্য করুন